Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাজেট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১ নং ফুলকী ইউনিয়ন পরিষদ
উপজেলাঃ বাসাইল, জেলাঃ টাঙ্গাইল।




স্মারক নং ঃ ফুলকী ইউপি:২০২২-২০২৩/ তারিখঃ মে’২০২৩
প্রেরকঃ চেয়ারম্যান ,
ফুলকী ইউনিয়ন পরিষদ
বাসাইল , টাঙ্গাইল ।

প্রাপক ঃ উপজেলা নির্বাহী অফিসার
বাসাইল, টাঙ্গাইল ।


বিষয় ঃ ২০২৩- ২০২৪ সনের বাজেট দাখিল প্রসঙ্গে ।

অত্র ফুলকী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ সনের বার্ষিক বাজেট স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন -২০০৯ অনুযায়ী আপডেট ফরমেটে স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বাজেট প্রণয়ণ পূর্বক মহোদয়ের সদয় অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অত্র পরিষদের রেজুলেশন সহ ০২ (দুই) প্রস্থ অত্রসাত প্রেরণ করিলাম ।


(মো: সামছুল আলম বিজু)
চেয়ারম্যান
১ নং ফুলকী ইউনিয়ন পরিষদ
বাসাইল, টাঙ্গাইল।

সংযুক্ত ঃ উল্লেখ মতে ।





সুশাসনপ্রতিষ্ঠা , কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে
ফুলকী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের
উন্মুক্ত বাজেট
(২০২৩-২০২৪)

তারিখঃ ১৭মে’২০২৩
স্থানঃ ফুলকী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন।
আয়োজনেঃ ফুলকী ইউনিয়ন পরিষদ ,বাসাইল, টাঙ্গাইল










চেয়ারম্যান সাহেবের সম্ভাষণ

প্রিয় ইউনিয়নবাসী ,

আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। গত ২০২২ সালের ০৫ জানুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করায় আমি আপনাদের নিকট চিরকৃতজ্ঞ। এজন্য আমি ব্যক্তিগতভাবে ও পরিষদের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ।এর আগেও ২০১১ সালে আমি চেয়ারম্যান নির্বাচিত হইএবং জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে সরকারী খরচে ২টি রাষ্ট্র ভ্রমন করার আমার সৌভাগ্য হয়। পরম করুনাময়ের অশেষ মেহেরবানী এবং জনগনের দোয়া আর ভালোবাসাই আমার একমাত্র ভরসা।
বাজেট হচ্ছে বার্ষিক আয়ব্যয়ের আনুমানিক হিসাব। বাজেট তৈরী ইউনিয়ন পরিষদের অন্যতম বাধ্যতামূলক কাজ । একটি সঠিক বাজেটের উপর নির্ভর করে ইউনিয়ন পরিষদের অগ্রগতি ও সার্বিক উন্নয়ন । এককথায় পরিষদের লক্ষ্য অর্জনে প্রেরণা যোগাতে ও পরিষদের কর্মসূচী সফল করতে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৩-২০২৪ইং সনের জন্য একটি বাস্তব সম্মত ও বস্তুনিষ্ঠ বাজেট প্রণয়নে তিনি সংশ্লিষ্ট সকলের সুচিন্তিত মতামত ও পরামর্শ কামনা করেন ।

প্রিয় এলাকাবাসী ,

দেশের স্থানীয় সরকারের ভিত্তি হচ্ছে ইউনিয়ন পরিষদ। তৃণমূল পর্যায়ে জনগণের দোড়গোড়ায় উন্নত সেবা পৌছে দেওয়াই এ প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য । দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের উন্নয়ন ও স্বয়ংসম্পূর্নতা অর্জনের মাধ্যমেই বাংলাদেশ হবে আতœনির্ভরশীল সোনার বাংলা। আমি আপনাদের সহযোগিতা মূলধন হিসেবে নিয়ে আমার পরিষদ বর্গসহ আন্তরিকতার সাথে আপনাদের আশা আকাংখা ও চাওয়া-পাওয়ার প্রতি সজাগ দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আপনাদের কাছ থেকে আরও সক্রিয় সহযোগিতা পাব বলে আশা রাখি এবং ফুলকী ইউনিয়নকে একটি শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি ।
শ্রদ্ধাভাজন এলকাবাসী ,

ইউনিয়ন পরিষদ আপনাদের প্রতিষ্ঠান। আপনাদের ভোটে নির্বাচিত ১৩ জন প্রতিণিধি ও সরকারী কর্মচারীসহ আমরা সবাই আপনাদের সেবক , শাসক নই। আমাদের কর্তব্যভার গ্রহনের শুরু থেকেই আপনাদের সুচিন্তিত মতামত নিয়ে ইউনিয়ন পরিষদের যাবতীয় উন্নয়ন কাজ সম্পন্ন করার প্রয়াস চালাচ্ছি। বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করার পাশাপাশি অত্র কাকুয়া ইউনিয়ন পরিষদ হতে জন্ম সনদ, মৃত্যু সনদ, নাগরিক সনদসহ বিভিন্ন সনদ প্রদান করা হয়ে থাকে । তাছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে কম্পিউটার কম্পোজ , প্রিন্ট , স্ক্যানিং ,ফটোকপি , বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল , চাকুরী ও ভতির আবেদন , কম্পিউটার প্রশিক্ষন সহ অনলাইনভিত্তিক যাবতীয় সেবা প্রদান করা হয়ে থাকে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টার গঠনের মাধ্যমে এখন বাস্তবে রুপান্তরিত হয়েছে । ইউনিয়ন পরিষদ হতে জনগণ হাতের কাছে সব ধরনের উন্নত নাগরিক সেবা ভোগ করছে । কিন্তুইউনিয়নকে মডেল হিসেবে গড়েতুলতে হলে ইউনিয়ন পরিষদকে স্বাবলম্বী হতে হবে । নিজস্ব আয় বৃদ্ধি করতে হবে । ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়ের উপর ইউনিয়নের উন্নয়ন বরাদ্দ নির্ভর করে । যে ইউনিয়নের নিজস্ব আয় যত বেশী সেই ইউনিয়নের সরকারী বরাদ্দও তত বেশী । তাই আদর্শ কর তপশিল মোতাবেক ধার্য্যকৃত ট্যাক্স নিয়মিত পরিশোধ করা আপনার নাগরিক দায়িত্ব । ইউনিয়নের সার্বিক উন্নয়নে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি । অত্র বাজেট অধিবেশনে আপনাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন ও গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য আমি ব্যক্তিগত ভাবে ও পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকশুভেচ্ছা ও অভিনন্দন। খোদা হাফেজ।

ভূমিকা
আমাদের দেশের ইউনিয়ন পরিষদের বর্তমান বয়স ১৪৩ বছর। এই ইউনিয়ন পরিষদের জন্ম হয়েছিল ব্রিটিশ আমলে ১৮৭০ সালে চৌকিদারী পঞ্চায়েত নামে। পরবর্তীতে ১৮৮৫ সালে তৎকালীন শাসক লর্ড রিপন স্থানীয় স্বায়ত্বশাসন আইন চালুর মাধ্যমে এর নাম করন করা হয় ইউনিয়ন কমিটি। ১৯১৯ সালে এর নাম পরিবর্তন করে ইউনিয়ন বোর্ড করা হয়। পাকিস্থান আমলে এর নাম হয় ইউনিয়ন কাউন্সিল পরবর্তীতে এর নামকরন করা হয় ইউনিয়ন পরিষদ।

ইউনিয়ন পরিষদের কাঠামো
বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিণিধি ১৩ জন। এরমধ্যে ১ জন চেয়ারম্যান , ৯ জন সাধারন সদস্য এবং ৩টি সংরক্ষিত আসনে ৩ জন নারী সদস্য ।

ইউনিয়নের লক্ষ্য
স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন।
ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কার্যাবলী
১৯৮৩ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশে ২০-৩৩ নং অনুচ্ছেদে ইউনিয়ন পরিষদের ক্ষমতা ও কার্যাবলীর বিশদ বিবরণ রয়েছে। তাছাড়া ১৯৭৬ সালের গ্রাম আদালত অধ্যাদেশ বলে ইউনিয়ন পরিষদের সীমিতভাবে আদালতের এখতিয়ার রয়েছে।

একনজরে ফুলকী ইউনিয়ন পরিষদ
১।পরচিতি:ি
ক) ইউনয়িনপরষিদরেনাম ঃ ১নংফুলকী ইউনয়িনপরষিদ
খ) উপজলো ঃ বাসাইল
গ) জলো ঃ টাঙ্গাইল
ঘ) আয়তন ঃ ২৯র্বগক.িম.ি
ঙ) মোটজনসংখ্যা ঃ ৪৩১৩৬জন
চ) ভোটারসংখ্যা ঃ ২৪০১১জন।
ছ) পরবিাররেসংখ্যা ঃ ৭,৫০০টি
জ) গ্রামরেসংখ্যা ঃ ২৪টি
ঝ) ডাকঘর ঃ ১টি
ঞ) শক্ষিারহার ঃ ৬০%
ট) প্রধানপশো ঃ কৃষ,ি ব্যবসা ও চাকুরী
২।জনপ্রতনিধিি :
ক) চয়োরম্যান ঃ ০১জন
খ) সংরক্ষতিআসনরেমহলিাসদস্য ঃ ০৩জন
গ) সাধারণসদস্য ঃ ০৯জন
৩।র্কমচারী
ক) সচবি ঃ ০১জন
খ) হি:স: কাম ক: অপারেটর ঃ ০১ জন
খ) দফাদার : ঃ ০০জন
গ) মহল্লাদার ঃ ০৮জন
ঘ) উদ্যোক্তা ঃ ০২জন

৪। মৌজা ও গ্রাম ঃ

ক্রমিক নং মৌজার নাম গ্রামের নাম
১. বালিয়া বালিয়া
২. নিড়াইল নিড়াইল
৩. খাটরা খাটরা
৪. ফুলকী ফুলকী পশ্চিম,ফুলকী দক্ষিন , ফুলকী মধ্য
৫. তিরঞ্চ তিরঞ্চ
৬. করটিয়াপাড়া করটিয়াপাড়া
৭. ময়থা গাছপাড়া,কমলাপাড়া,কুস্তি পাড়া, উঃপাড়া সাধুলীপাড়া,চরপাড়া,সোনাপাড়া,আইকপাড়া
৮. ঝনঝনিয়া ঝনঝনিয়া
৯. নেধার নেধার
১০. মুড়াকৈ মুড়াকৈ
১১. আইসড়া আইসড়া
১২. একঢালা একঢালা
১৩. জশিহাটি জশিহাটি , হাকিমপুর
১৪. দোহার দোহার
মোট ১৪ মৌজা ২৪ গ্রাম

৫। আয়তন ঃ ২৯ বর্গ কিঃ মিঃ

৬। উপজেলা সদর হতে দূরত্ব ঃ ১২ কিঃমিঃ

৭। লোকসংখ্যা ও ভোটার সংখ্যা ঃ

ফুলকী ইউনিয়ন পুরুষ মহিলা মোট
লোকসংখ্যা ২৪,৫২৫ জন ১৮,৬১১ জন ৪৩,১৩৬ জন
ভোটার সংখ্যা ১৫৭৬৩ জন ১৬,৭৪৬ জন ৩২,৫০৯ জন

৮। হাট - বাজার ঃ ৩ টি । (ক) ময়থা (খ) আইসড়া (গ) বালিয়া
৯। শিক্ষা প্রতিষ্ঠান ঃ
ক্রঃনং ধরন কলেজ মাদ্রাসা মাধ্যঃ নিম্ন মাধ্যঃ প্রাথমিক
১। সরকারী ১০
২। বেসরকারী ১ ২ ৪ ২ ৪

১০। নলক’প ঃ (ক) গভীর ঃ ১০ টি (খ) অগভীর ঃ ৩৯১৪ টি ।
১১। জমির পরিমাণ ঃ
(ক) একফসলী ঃ ১৫৩৬.৩৪ একর (খ) দোফসলী ঃ ২২৯৭. ১০ একর
(গ) তিনফসলী ঃ ৩০০১.০৫ একর (ঘ) পতিত ঃ ২৭৬. ৬৪ একর
১২ । শিক্ষার হার ঃ ৬০ % ।
১৩। রাস্তা ঃ (ক) পাকা ঃ ২৫ কিঃ মিঃ ।
(খ) এইচ বিবি ঃ ৫ কিঃ মিঃ ।
(গ) কাঁচা ঃ ৫০ কিঃ মিঃ ।
১৪। প্রদত্ত সেবাসমূহ ঃ
#১। সনদ পত্র ঃ
ক্রঃনং কি প্রকারের সনদ
০১। নাগরিকত্ব/জাতীয়তা/পরিচয় পত্র
০২। জন্ম সনদ (১৮ বছরের নীচে )
০৩। জন্ম সনদ (১৮ বছরের উর্দ্ধে)
০৪। মৃত্যু ও ওয়ারিশান সনদ
০৫। বৈবাহিক সনদ , চারিত্রিক সনদ
০৬। বার্ষিক আয় ও ব্যয়ের সনদ

# ২। শালিসী আদালত ঃ
১। ভূমি পরিমাপ ঃ
২। ছোট খাট বিরোধ নিষ্পত্তি ঃ
৩। নারী নির্যাতন নিরোধ ঃ
# ৩। ট্রেড লাইসেন্স সরবরাহ ঃ প্রতিটা ২০০ টাকা ।
# ৪। ত্রাণ ও ভাতা ঃ
০১। ভিজিডি , ভিজিএফ , জি, আর
০২। বয়স্ক ভাতা , মুক্তিযোদ্ধা ভাতা
০৩। বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা
০৪। মাতৃত্ব ভাতা , প্রতিবন্ধী ভাতা
ইউনিয়ন পরিষদেরস্ট্যান্ডিং কমিটি (১৩)টি
১.অর্থ ও সংস্থাপক
২. হিসাব নিরিক্ষা ও হিসাব রক্ষন
৩. কর নিরুপন ও আদায়
৪.শিক্ষা , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
৫. কৃষি, মৎস, পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মূলক কাজ
৬.পল্লী অবকাঠামো উন্নয়ন , সংরক্ষন ইত্যাদি
৭.আইন-শৃঙ্খল রক্ষা
৮. জন্ম-মৃত্যু নিবন্ধন
৯. স্যানেটারি, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন
১০.সমাজ কল্যান ও দুযোগ ব্যবস্থাপনা
১১. পরিবেশ উন্নয়ন , পরিবেশ সংরক্ষন ও বৃক্ষরোপন
১২.পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যান
১৩. সংস্কৃতি ও খেলাধুলা

 ফুলকী ইউনিয়ন  পরিষদ                        
উপজেলা: বাসাইল , জেলা: টাঙ্গাইল ।
‘বাজেট ফরম ঘ’
[বিধি-৫ (১) (খ) দ্রষ্টব্য]



ইউনিয়নের কোন বিশেষ প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সরকার হইতে প্রাপ্ত অর্থের বিবরণী
অর্থ বৎসর-২০২৩-২০২৪
ক্রমিক নং প্রকল্পের নাম ও সংক্ষিপ্ত বিবরণী উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সরকার হইতে প্রাপ্ত অর্থের পরিমাণ চলতি অর্থ বৎসরে ব্যয়িত অথবা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সম্ভাব্য স্থিতি মন্তব্য
১ ২ ৩ ৪ ৫ ৬
১ ময়থা কমলাপাড়া কবরস্থান সংলগ্ন মসজিদে জানাজা পড়ার জায়গায় মাটি ভরাট । ১০০০০০ ১০০০০০ ০
২ ময়থা চরপাড়া মসজিদের রাস্তা রাস্তা মেরামত । ১০০০০০ ১০০০০০ ০
৩ নেধার উত্তরপাশে আ: ওহাব ফকিরের বাড়ী দিয়ে উত্তররপাশে চকের রাস্তা । ১০০০০০ ১০০০০০ ০
৪ ময়থা হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনি নির্মাণ । ২০০০০০ ২০০০০০ ০
৫ ময়থা উ:পাড়া সম্মিলিত কবরস্থানে মাটি ভরাট । ১০০০০০ ১০০০০০ ০
৬ ময়থা সোনাপাড়া সম্মিলিত কবরস্থান রাস্তা নির্মাণ । ১০০০০০ ১০০০০০ ০
৭ ময়থা সাধুলীপাড়া ইটের সোলিং থেকে নতুন মাট ভরাট পর্যন্ত রাস্তায় মাটি ভরাট । ১০০০০০ ১০০০০০ ০
৮ ফুলকী প:পাড়া হাবিব মেম্বার বাড়ী হতে সাবিনা মেম্বারের বাড়ী পর্যরÍ রাস্তা মেরামত । ১০০০০০ ১০০০০০ ০
৯ জশিহাটি গণির বাড়ী হতে মোনছেরের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত । ১০০০০০ ১০০০০০ ০
১০ কমলাপাড়া ফজলের বাড়ী হতে বুলবুলের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত । ১০০০০০ ১০০০০০ ০
১১ ময়থা উ:পাড়া হামিদের বাড়ী হতে মতি ফকিরের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত । ১০০০০০ ১০০০০০ ০
মোট ১০০০০০০ ১০০০০০০ ০


ইউপি সচিব চেয়ারম্যান
ফুলকী ইউনিয়ন পরিষদ ফুলকী ইউনিয়ন পরিষদ
উপজেলা: বাসাইল জেলা: টাঙ্গাইল । উপজেলা: বাসাইল জেলা: টাঙ্গাইল



ফুলকী ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম
ক্র:নং নাম পদবী
০১ মোঃ আব্দুল আলীম সচিব
০২ জহুরুল ইসলাম হি:স:কাম ক:অ:
০৩ আবুল হাসান উদ্যোক্তা
০৪ মুক্তি বেগম উদ্যোক্তা
০৫ বাদল চন্দ্র দাস মহল্লাদার
০৬ ঠান্ডু চন্দ্র দাস মহল্লাদার
০৭ সন্তোষ দাস মহল্লাদার
০৮ মোঃ বাদশা মিয়া মহল্লাদার
০৯ জয়নাল আবেদীন মহল্লাদার
১০ মোঃ আঃ হাই মহল্লাদার
১১ আয়নাল সরকার মহল্লাদার
১২ দয়াল চন্দ্র দাস মহল্লাদার