টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাধীন ফুলকী গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। তিরঞ্চ ঝনঝনীয়া ফুলকী এই ৩ (তিন) টি গ্রামের নামে বিদ্যালয়টির নাম করন করা হয়। বিদ্যালয়টি উপজেলা সদর হইতে ১৪ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। বিদ্যালয়ে ৩টি টিনের ঘর একটি টিনসেট বিল্ডিং ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত নতুন ভবন। শ্রেণীকক্ষ ০৭টি, অফিস কক্ষ, বিজ্ঞানাগার ও লাইব্রেরী রয়েছে। বিদ্যালয়ের নামে ২.১৪ একর জমি ও একটি খেলার মাঠ রয়েছে। পানীয় জলের সু-ব্যবস্থা সহ ছেলে-মেয়েদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা রয়েছে।
১৯৯১ ইং সনে বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের ফুলকী গ্রামে তিরঞ্চ ঝনঝনীয়া ফুলকী (টি,জে,এফ) উচ্চ বিদ্যালয়টি মনোরম পরিবেশে ছায়াঘেড়া পল্লীতে স্থাপিত। বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত , এলাকাটি অত্যন্ত নিচু ফলে বর্ষা মৌসুমে ৪-৫ মাস নৌকাই ছিল একমাত্র যোগাযোগের বাহন। অত্র এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না । ফলে ৪-৫ কিঃমিঃ দূরে গিয়ে ছেলে-মেয়েদের পড়াশুনা করতে হতো। অত্র এলাকার ছেলেরা শিক্ষা লাভের সুযোগ পেলেও মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হত। তাই ছেলে-মেয়েদের শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এলাকার ধনী-গরিব সকল স্তরের ব্যক্তি বর্গের সাহায্য ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়। বিদ্যালয়টি পাশাপাশি ৩ (তিন) টি গ্রামের নামানুসারে নাম করন করা হয় তিরঞ্চ ঝনঝনীয়া ফুলকী (টি,জে,এফ) উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জনাব, জয়নাল আবেদিন ভূঁইয়া। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন জনাব মীর মনিরুজ্জামান। প্রতিষ্ঠার পরথেকে অনেক ছাত্র-ছাত্রী কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জন করে। প্রাক্তন ছাত্র-ছাত্রী বিভিন্ন জায়াগায় প্রতিষ্ঠিত।বর্তমানে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ৩০২ জন। ৭ জন শিক্ষক , ৩ জন শিক্ষিকা ও ৩ জন কর্মচারী সহ মোট ১৩ জন শিক্ষক কর্মচারী কর্মরত আছে।সকলেই এম.পি.ও ভুক্ত। বিদ্যালয়টি ০১/০১/১৯৯৫ সনে নিম্ন মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায়।০১/০১/১৯৯৮ ইং সন হতে মধ্যমিক হিসেবে স্বীকৃতি প্রাপ্ত। বাসাইল টাঙ্গাইল সড়কের বাথুলী- কাশিল বটতলা থেকে ৮ কি:মি: উত্তরদিকে বিদ্যালয়টির অবস্থান। মূলত তিরঞ্চ ঝনঝনীয়া ফুলকী এই তিনটি গ্রামের ছাত্র ছাত্রীরা অত্র প্রতিষ্ঠানে অধ্যায়ন করে। বর্তমানে নিয়মিত ম্যানেজিং কমিটি রয়েছে।বর্তমান সভাপতি জনাব আলহা্জ মোহাম্মদ জয়নাল অবেদীন ভুইয়া।
বর্তমান পরিচালনা কমেটি তথ্য | ০১.জনাব,মো:জয়নাল আবেদীন ভূইয়া-সভাপতি ০২. জনাব,মো:জুলহাস আলী খান-দাতা সদস্য ০৩. জনাব,মো:আ: বাছেদ খান কো-অপ্ট সদস্য ০৪. জনাব হুমায়ুন কবীর -অভিভাবক সদস্য ০৫. জনাব মো:আক্তার খান - অভিভাবক সদস্য ০৬. জনাব হুমায়ুন কবীর খান -অভিভাবক সদস্য ০৭ জনাব মো:শফিকুল ইসলাম অভিভাবক সদস্য ০৮ জনাব আজমিন আক্তার মহিল অভিভাবক সদস্য ০৯. জনাব মো:মাহবুবুল হক খান- শিক্ষক প্রতিনিধি সদস্য ১০. জনাব আব্দুর রহমান- শিক্ষক প্রতিনিধি সদস্য ১১. জনাব জাহানারা বেগম- মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য ১২. জনাব মীর মনিরুজ্জামান- প্রধান শিক্ষক /সম্পাদক
সদস্য সংখ্যা: ১২ জন মেয়াদ কাল:০৩/০১/২০১২ হইতে ০২/০১/২০১৪ পর্যন্ত |
বিগত ৫ বছরের মাধ্যমিক পাবলিক পরীক্ষার ফলাফল |
|
প্রাথমিক বৃত্তিধারী ৪ জন।উপবৃত্তি প্রাপ্ত ৪৮ জন
২০১০ সালে এস.এস.সি পরিক্ষায় শতভাগ ফলাফল অর্জন
ভবিষৎ এ জে.এস.সি ও এস.এস.সি পরিক্ষায় শতভাগ পাশের পরিকল্পনা করা হয়েছে।
tschool76@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস