ময়থা মৌজার ময়থা জনতা স্কুল এবং ময়থা বাজার সংলগ্নস্থানে ফুলকী ইউনিয়ন পরিষদ অফিস অবস্থিত। একটি দোতলা ইউনিয়ন পরিষদ ভবণ।
সাবেক চেয়ারম্যান জনাব, সামছুল আলম বিজুসাহেব এর নির্মান কাজ শুরু করেন। এটি ৫০ শতাংশ অখন্ড ভূমির উপর প্র্রতিষ্ঠিত।স্থানীয় দাতাদের জমিদানের ফলে ফুলকীতে আধুনিক ইউপি কমপ্লেক্স নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। তবে ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমিদানেস্থানীয়দাতা এবং হিতৈষী ব্যক্তি গণ আগ্রহপ্রকাশকরেছেন।
পরিশেষে নির্মিত হয় বহু প্রতিক্ষিত ফুলকি ইউনিয়ন পরিষদভবণ।
বিস্তারিতবিবরণঃ-
নামঃ ফুলকীইউনিয়নপরিষদ,
উপজেলাঃবাসাইল, জেলাঃটাঙ্গাইল।
আয়তনঃ২৯বর্গকিঃমিঃ
উপজেলা সদর হতে দূরত্বঃ ১২কিঃমিঃ
মৌজা ও গ্রামঃ১৪মৌজা, ২৪ গ্রাম
শিক্ষারহারঃ ৩০%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস