টাংগাইল জেলার অর্ন্তগত বাসাইল থানাধীন আইসড়া গ্রামে অবস্থিত ।
অশিক্ষার অন্ধকার থেকে অত্র এলাকার কোমলমতি ছেলেমেয়েদের মুক্ত করে দিপ্তীময় আলোর দিকে নেয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে এলাকার গণ্যমান্য ও শিক্ষানুরাগী কিছুসংখ্যক লোকের সম্মিলিত প্রচেষ্টায় প্রথমে গ্রামের সৈয়দ বাড়ী নামক একটি বাড়ীতে জুনিয়র মাদ্রাসা হিসেবে ০২/০৪/১৯২৯ সনে প্রতিষ্ঠানটির আত্নপ্রকাশ হয় । পরবর্তী সময়ে ইহা প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে । পর্যায়ক্রমেএলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ও আর্থিক সহযোগীতায় অত্র বিদ্যালয়টি বর্তমান রূপ নেয় ।
কমিটির তথ্যঃ |
|
বিগত ৫বছরের সমাপনী/জেএসসি পরীক্ষার ফলাফল ঃ |
| ৯৫% | ||||
পাবলিক পরীক্ষার ফলাফল:এসএস সিঃ
|
| এস এস সি পরীক্ষার তথ্য | ||||
পরীক্ষার সন | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্নের সংখ্যা | শতকরা পাশের হার
| মন্তব্য | ||
২০০৭ | ৫৯ | ৩৬ | ৬১% |
| ||
২০০৮ | ৩৭ | ৩৬ | ৯৭% |
| ||
২০০৯ | ৪৩ | ৪০ | ৯৩% |
| ||
২০১০ | ৫৫ | ৫১ | ৯৩% |
| ||
২০১১ | ৪৮ | ৩৯ | ৮১% |
| ||
পাবলিক পরীক্ষারফলাফল: জেএসসিঃ
|
|
জে এস সি পরীক্ষার তথ্য | ||||
২০১০ | ৬০ | ৫৪ | ৯০% |
| ||
২০১১ | ৭১ | ৭১ | ১০০% |
|
ছেলে- ২৫জন, মেয়ে- ৪৭ জন
১৯৬৮ সালে বিদ্যালয় থেকে সর্বপ্রথম ২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ উর্ত্তীন হয় । অতপর ১৯৬৯ সালে অত্র বিদ্যালয় থেকে ৩৩ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে । আনন্দের বিষয় হলো সে বছরও শতভাগ ছাত্র পরীক্ষায় সাফল্যের সাথে উর্ত্তীন হয় । এরই ধারাবাহিকতায় ১৯৮৪ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভূক্ত হয় । ১৯৬৮ সালের পর থেকে অধ্যাবধি বিদ্যালয় তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে । এই বিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, অধ্যাপক, সচিব, সাহিত্যিক, কবি, সাংবাদিক, শিক্ষক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন । একইভাবে বর্তমানেও এই বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী দেশের বিভিন্ন নামকরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে । এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস ।
বর্তমানে বিদ্যালয়টির সুনাম চারদিকেই সর্বজন বিধিত । ভবিষ্যতেও যাতেও প্রতিষ্ঠানটির অতীত-ঐতিহ্য বজায় রেখে এর সুনাম আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে পারে, সেই লক্ষ্যে নিম্নলিখিত পরিকল্পনা গ্রহন করা হয়েছে
*জেএসসি পরীক্ষায় বর্তমানে কৃতকাযের হার ৯৫% থেকে ১০০% করার পরিকল্পনা রয়েছে ।
* তদ্রুপ এসএসসি পরীক্ষায় ৩ বছরের পাশের হার ৮৯% থেকে উর্ত্তীন করে১০০% করা ।
* ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী করে গড়ে তোলার স্বার্থে বিদ্যালয়ে একটি আধুনিক পাঠাগার ও একটি কম্পিউটার ল্যাব স্থাপন করার পরিকল্পনা রয়েছে ।
* ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ও বর্তমান পাঠ্য সূচির ধারনাকে সকলের মাঝে প্রতিষ্ঠিত করার নিমিত্তে শিক্ষকমন্ডলীকে প্রশিক্ষিত করার পরিকল্পনা রয়েছে ।
* বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন ।
আইসড়া উচ্চ বিদ্যালয় ডাকঘরঃ আইসড়া, বাসাইল, টাংগাইল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস