টাংগাইল জেলার অর্ন্তগত বাসাইল উপজেলাধীন বালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। জমির পরিমাণ ৭৫ (পঁচাত্তুর) শতাংশ। কাঁচা ভবন-২টি, কক্ষ সংখ্যা-০৬টি, ল্যাটিন-২টি, নলকূপ ১টি। টাংগাইল জেলা হইতে ২২ (বাইশ) কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। বাসাইল উপজেলা হইতে উত্তর দিকে কাঁচা রাস্তা ৫ (পাঁচ) কিলোমিটার দূরে অবস্থিত।
নিম্ন অঞ্চল, এ অঞ্চলে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এলাকার জনগণের ইচ্ছায় একটি প্রতিষ্ঠানের প্রয়োজন। এলাকাবাসী ও বালিয়া গ্রামের কতিপয় লোকের দানে ও সাহায্য ও সহযোগীতায় অত্র বিদ্যালয়টি ১৯৮৭ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে শিক্ষা কার্য পরিচালনা হইতেছে।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
| নাম | পদবী |
|
হাজী মোঃ আইন উদ্দিন | সভাপতি |
| |
জনাব মোঃ সাইদুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
| |
তুরুন কুমার গুহ | শিক্ষক প্রতিনিধি |
| |
মোঃ জিন্নত আলী | অভিভাবক সদস্য |
| |
মোসলেম উদ্দিন | অভিভাবক সদস্য |
| |
তোফাজ্জল হোসেন | অভিভাবক সদস্য |
| |
আনোয়ার হোসেন | অভিভাবক সদস্য |
| |
চাম্পা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
| |
মোঃ গিয়াস উদ্দিন | দাতা সদস্য |
| |
মোঃ লাল মিয়া | কো-অপ্ট সদস্য |
| |
মোঃ মোজাম্মেল হক মিয়া | ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/সদস্য সচিব |
| |
|
বিগত ৫ বছরের সমাপনী | : ২০০৭ সালে পাশের হার ৭৩.৩১% ২০০৮ সালে পাশের হার ৯৩.১৫% ২০০৯ সালে পাশের হার ৮২.৫৬% ২০১০ সালে পাশের হার ৮৩% ২০১১ সালে পাশের হার ৮৯% |
পাবলিক পরীক্ষার ফলাফল | জে.এস.সি- ২০১০ সালে ১০০% জে.এস.সি- ২০১১ সালে ৬০% |
১৯৯৪ সালে ০১ জন সাধারণ বৃত্তি।
জে.এস.সি ১০০%
বিদ্যালয়টি ভবিষ্যৎ উন্নয়ণের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয় কমিটি গঠন করা হইয়াছে। শিক্ষার্থীদের শিক্ষার গুনগতমান বৃদ্ধি করা হইবে এবং শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গমণ করে সমন্বয় কমিটি ও তদারক ও অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করা হইবে। পর্যায়ক্রমে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সর্ত পূরণ করতঃ প্রেরণ করা হইয়াছে।
বালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘরঃ বালিয়া বাজার, পোষ্ট কোর্ড নং- ১৯০৩, উপজেলাঃ বাসাইল, জেলাঃ টাংগাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস