বরাবর,
চেয়ারম্যান,
ফুলকী ইউনিয়ন পরিষদ , বাসাইল , টাঙ্গাইল।
বিষয়ঃ অভিযোগ দায়ের প্রসঙ্গে ।
| |
ক। বাদী পক্ষঃ -----------------------, পিতা- ----------------, সর্ব সাং- -----------------। পোঃ---------------------, বাসাইল, টাঙ্গাইল । | খ। বিবাদী পক্ষঃ ----------------------------, পিতা- ---------------------, সাং------------------------। পোঃ--------------------, বাসাইল, টাঙ্গাইল । |
জনাব,
বিণীত নিবেদন এই যে , আমরা অত্যমত্ম নিরীহ ও শামিত্মপ্রিয় লোক। অন্যদিকে ২য়পক্ষ অত্যমত্ম দাঙ্গাবাজ প্রকৃতির লোক বটে।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
শক্তির ভয়-ভীতি দেখাইয়া চলিতেছে। এমতাবস্থায় আমরা গ্রামের গণ্য মান্য গ্রাম্য মাতাববরদের এ ব্যাপারে জানাই। বিভিন্ন সময় সলিশি মিমাংশার চেষ্টাকরেও আমরা ব্যর্থ হই। তাহারা মাতাববরদের মানেনা এবং বিভিন্ন কটুক্তি করে ও মাতাববরদের কোন কথায় কর্ণপাত করে না।
এমতাবস্থায় , মহোদয় সমীপে বিণীত আরজ বিবাদী পক্ষকে তলব করিয়া ন্যায় ও সুবিচার করিতে সদয় আজ্ঞা হয় ।
বিণীত নিবেদক,
|
তারিখঃ ২৯/০৪/২০১৪ ইং ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস